শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বছরের প্রথম দিনে মেট্রোরেলে চড়ার হিড়িক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

বছরের প্রথম দিনে মেট্রোরেলে চড়ার হিড়িক

প্রয়োজন নয়, দেশের প্রথম মেট্রোরেলের ভ্রমণই তাদের উদ্দেশ্য। তাই তো বছরের প্রথম দিন সকাল থেকেই শতশত মানুষ ভিড় করেছেন মেট্রোরেলের স্টেশনে। 

রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওস্থ মেট্রোরেলের স্টেশনের সামনে দেখা মিলেছি শতশত মানুষের ভিড়। 


বিজ্ঞাপন


সকাল ৮টার আগে থেকে শতশত মানুষ ভিড় করেছেন আগারগাঁও স্টেশনের সামনে। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। কেউ আবার মেট্রোরেলে ছুটছেন অফিসের পথে। 

মেট্রোরেল চালুর প্রথম দিন থেকেই ভ্রমণপিপাসুদের ভিড় চোখে পড়ার মতো। তাদের পাশাপাশি উত্তরা গিয়ে অফিস করেন এমন যাত্রীও দেখা যাচ্ছে এই ট্রেনে। তবে অফিসগামী যাত্রীদের ব্যস্ততা ভ্রমণকারীদের কারণে সেভাবে এখনো চোখে পড়ে না। 

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের প্রথম সূর্য্য যখন কুয়াশার চাদরে ঢাকা, তখনই তারা স্টেশনে এসে পৌঁছেছেন। সকাল ৮টায় এসেও দীর্ঘ লাইনে পড়তে হয়েছে তাদের। 

মেট্রোরেলের যাত্রী হতে আসা ব্যক্তিরা জানান, বছরের প্রথম দিনটিকে স্বরণীয় করতে রাখতে চান তারা। 


বিজ্ঞাপন


হিমেল রয় নামের এক যাত্রী ঢাকা মেইলকে বলেন, ‘গত কয়েকদিন প্রচণ্ড ভিড় ছিল। আজও ভিড় হবে বুঝতে পেরেছিলাম। তবে বছরের প্রথম দিনটিকে স্বরণীয় করে রাখতে চাই।’

অপর যাত্রী মো. স্বপন বলেন, ‘বছরের প্রথম দিন বন্ধুরা মিলে আসলাম মেট্রোরেলে ঘুরতে। এটা অবশ্যই একটা নতুন ও দারুণ অভিজ্ঞতা হবে।’

স্বপনের কথায় সুর মেলালেন তার পেছনে দাঁড়িয়ে থাকা যাত্রী সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘নতুন অভিজ্ঞতায় নতুন বছর শুরু করতে চাই। সবাইকে উন্নয়ন ও নতুন বছরের শুভেচ্ছা।’

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর