শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

যেকোনো পরিস্থিতিতে মেট্রোরেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০১:২৩ এএম

শেয়ার করুন:

যেকোনো পরিস্থিতিতে মেট্রোরেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

যেকোনো পরিস্থিতিতে মেট্রোরেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রথমবারের মতো বিদ্যুৎ চালিত মেট্রোরেল বাংলাদেশের জন্য একদমই নতুন ধরণের অভিজ্ঞতা। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল মেট্রোরেলের জন্য এমন একটি বিদ্যুৎ সরবরাহ গড়ে তোলা, যাতে যেকোনো পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা থাকবে।’


বিজ্ঞাপন


তিনি আরও লিখেন, ‘কঠিন এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ বিভাগের কর্মীসহ অসংখ্য মানুষ দীর্ঘদিন অক্লান্ত শ্রম দিয়েছেন, মেট্রোরেল উদ্বোধনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতু, মেট্রোরেল— বাঙালির স্বপ্ন ও কল্পনাকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন অনেক উদ্যোগ। দেশ ও মানুষের কল্যাণে তাঁর নিরন্তর সাহসিকতা, সময় ছাপিয়ে লেখা থাকবে মহাকালের পাতায়।

টিএই/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর