খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে কেক এবং উপহারসামগ্রী পাঠিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের মহাপরিচালক (ডিজি) খুরশীদ হোসেন।
রোববার (২৫ ডিসেম্বর) মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো উপহার নিয়ে র্যাব-২ এর ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান বিভিন্ন চার্চ পরিদর্শন ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
এসময় তিনি ওই সব এলাকার চার্চগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
চার্চ পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ও জমপালা রানীর চার্চের ফাদার, আয়োজনকারী এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন র্যাব কর্মকর্তা। পাশাপাশি র্যাব ডিজির পক্ষ থেকে বড় দিনের কেক এবং উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় র্যাব-২ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত চার্চগুলোতে পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে প্রতিটি চার্চে বড়দিনের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা ও নজরদারি অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এমআইকে/জেবি

