মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিশ্বকাপ: ঢাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ: ঢাকায় নিরাপত্তা জোরদার

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা মাঠে কাজ করছেন।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, রোববার রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ রয়েছে পুলিশ। তাদের পাশাপাশি র‌্যাব সদস্যরা মাঠে টহল দিচ্ছেন বলে জানা গেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ফারুক হোসেন বলেন, রাজধানীতে অনেক এলাকায় বড় পর্দায় খেলা দেখা হচ্ছে। তবে ওইসব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের রুটিন পেট্রোল ও চেকপোস্ট রয়েছে। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‍্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।

কেআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর