বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

চকবাজারের আগুন, ব্যবস্থা ছিল না অগ্নিনির্বাপণের: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

চকবাজারের আগুন, ব্যবস্থা ছিল না অগ্নিনির্বাপণের: ফায়ার সার্ভিস

সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদর দফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, রাজধানীর চকবাজারে হার্ডওয়্যার মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এমনকি রিজার্ভ পানিও ছিল না। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। 

রোববার (১৮ ডিসেম্বর) সকালে এমন তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনে সব কিছু উঠে আসবে। 


বিজ্ঞাপন


এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা ৪৪ মিনিটে চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। 

ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অর্ধশত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কেআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর