শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এবার গড়ব স্মার্ট দেশ: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১২:২১ পিএম

শেয়ার করুন:

ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এবার গড়ব স্মার্ট দেশ: কাদের
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিজিটাল দেশ গড়েছি, এবার স্মার্ট দেশ গড়ব। আগামী নির্বাচনের মেনিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার থাকবে।

শনিবার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ২২তম কাউন্সিল উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে একশ সেতু উদ্বোধন করেছি। টানেলও উদ্বোধনের অপেক্ষায়। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে।

আগামী নির্বাচনের মেনিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার থাকবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ব।

৭১ সালের এবং বর্তমানের সংকট ভিন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, '৭১ এর সংকট একরকম, আজকের আমাদের সংকটা আরেক রকম। তখন আমাদের জনসংখ্যা ছিল কম, তারপরও সমাজ ছিল ঐক্যবদ্ধ। এখন জনসংখ্যাও বেশি, আমাদের আয়ও অনেক বেড়েছে।'

সেতুমন্ত্রী বলেন, 'তদবির করে নিষেধাজ্ঞা দিতে চেষ্টা করে। যুক্তরাষ্ট্র ২০ দেশের ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশ তো নেই। আমির খসরু মাহমুদ সাহেব তো একেবারে আটঘাট বেঁধে গিয়েছে। কোমরে আটঘাট বেঁধে একেবারে ওয়াশিংটন গেছে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে। আজকে নিষেধাজ্ঞা আমরা জর্জরিত, আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ এবং নিষেধাজ্ঞা। সারা দুনিয়া টালমাটাল অবস্থা। মন্দের মধ্যে আমরা এখনো ঠিকে আছি।'


বিজ্ঞাপন


বিএনপির শাসনামলে প্রসঙ্গ টেনে কাদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনার রুপ দেন। ক্রাইসিস থেকে অপারচুনিটি সৃষ্টি করেছেন। বিএনপির আমলে বিশ্বকাপের খেলায় প্রতিদিন কোথাও না কোথাও গোলমাল। বিদুৎ অফিস ভাঙচুর ছিল নিত্যদিনের ঘটনা। বিদ্যুৎতের দাবিতে মিছিল করলে মানুষকে গুলি করে, সারের দাবিতে কৃষকদের ওপর গুলি, এসব তো দেখলাম। মুজুরির দাবিতে শ্রমিকদের ওপর, তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছে। গণতন্ত্র তারাই গিলে খেয়েছে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ দিতে গিয়ে আমরা একটা বিকশমান প্রক্রিয়া আছি। গণতন্ত্র আমাদের দেশে ২১ বছর ছিল না। ২১ বছর মানবাধিকারও আমাদের ছিল না।'

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর