শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার: জাফরুল্লাহ

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সরকার ৩৩ হাজার পুলিশ ও আনসার সদস্যদের ঢাকায় এনেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে দিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে৷


বিজ্ঞাপন


শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে।

jafrullah-1

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুরছেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র‍্যাকডাউনে নেমেছে পুলিশ। 

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, তাদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর