রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নগরীর শিল্পকলা একাডেমী হলরুমে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় প্রতিদ্বন্দ্বী ৯ মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), জাতীয় পার্টির মনোনীত মোস্তাফিজার রহমান মোস্তফাকে (লাঙল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালকে (হাতপাখা), জাকের পার্টির খোরশেদ আলমকে (গোলাপ
ফুল), জাসদ মনোনীত শফিয়ার রহমানকে (মশাল), খেলাফত মজলিস মনোনীত তৌহিদুর রহমানকে (দেয়াল ঘড়ি), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হানকে (ডাব), স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলনকে (হাতি) এবং মেহেদী হাসান বনিকে (হরিণ) মার্কা বরাদ্দ দেওয়া হয়।
মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ
ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। ২২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে
আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম নগরপিতা নির্বাচিত হন। তবে দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে হেরে যান তিনি।
প্রতিনিধি/এমআর