শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

শনিবার বাস চলবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম

শেয়ার করুন:

শনিবার বাস চলবে

শনিবার বিএনপির সমাবেশের দিন বাস চলাচল করবে—এমন সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে জরুরি আলোচনায় বসেন ঢাকার পরিবহন মালিক-শ্রমিক নেতারা।


বিজ্ঞাপন


বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। 

এ সময় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের নেতাসহ ঢাকার সব পরিবহন কোম্পানির তিন শতাধিক মালিক-শ্রমিক উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়- ১০ ডিসেম্বর শনিবার ঢাকা, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হবে। 

যান চলাচলে অসুবিধা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। 


বিজ্ঞাপন


এর আগে বুধবার নয়াপল্টনে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনার পর শনিবার গণপরিবহন চলবে কি না তা নিয়ে প্রশ্ন ওঠেছিল।

কারই/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর