বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

এবার যুক্তরাষ্ট্রও নাগরিকদের ঢাকায় চলতে সতর্ক করল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

এবার যুক্তরাষ্ট্রও নাগরিকদের ঢাকায় চলতে সতর্ক করল

যুক্তরাজ্যের পর এবার বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঢাকায় চলাচলে সতর্ক করেছে দেশটির দূতাবাস। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৭ ডিসেম্বর) মার্কিন দূতাবাস এক বার্তায় এই সতর্কতা জারি করে।


বিজ্ঞাপন


এর আগে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদের আসন্ন ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক সমাবেশের কারণে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করেছে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বর ঘিরে ঢাকায় চলাচলে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের বার্তায় উল্লেখ করেছে, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা তার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। এরইমধ্যে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণত নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকে।

বিএনপির সমাবেশের প্রতি ইঙ্গিত করে দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে হবে এবং বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর