শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সব ব্যাংকেই টাকা আছে, গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

সব ব্যাংকেই টাকা আছে, গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি ব্যাংকে টাকা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকে টাকা না থাকার বিষয়টি গুজব বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


শেখ হাসিনা বলেন, ‘কিছু লোক গুজব ছড়াচ্ছে- ব্যাংকে টাকা নাই। ব্যাংকে টাকা নাই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। আমি আগেও বলেছি, এখনও বলি- এদের চোরের সঙ্গে কোনো সখ্যতা আছে কি না। ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখলে চোরের পোয়াবারো। চোর চুরি করে নিতে পারবে। সে ব্যবস্থা করে দিচ্ছে কেউ কেউ কি না আমি জানি না।’

সরকারপ্রধান বলেন, ‘আমি গতকাল রাতে আমার অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, কোনো সমস্যা নাই।’

hh

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি ব্যাংকেই টাকা আছে৷ গুজবে কান দেবেন না। মিথ্যা কথা বলে ওরা মানুষকে ভাওয়াবাজি দিচ্ছে। এটার দিকে সকলের বিশেষ নজর দিতে হবে।’


বিজ্ঞাপন


বিএনপির শাসনামলে দেশের শিক্ষার হার কমে গিয়েছিল। বর্তমানে দেশের শিক্ষার হার ৭৫ শতাংশ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষ সামনের দিকে আগায়। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে যায়। কথায় বলে না, ভূতের পা পেছন দিকে!’

বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের ‘বুদ্ধিপ্রতিবন্ধীজীবী’ বলে আখ্যা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের বুদ্ধিজীবী, তারা আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিপ্রতিবন্ধীজীবী। তারা একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে নেতা মেনে ২১ আগস্ট গ্রেনেন্ড হামলাকারী, মানিলন্ডারিংকারী, অর্থ চোরাকারবারী তাদের সাথে জড়ো হয় সরকার উৎখাতের জন্য।’

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর