শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

৩৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ থেকে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাড়াও আরও ছয়টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের মোট ব্যয় ৩৩ হাজার কোটি টাকারও বেশি।

রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পের উদ্বোধন করেন সরকারপ্রধান।


বিজ্ঞাপন


এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চট্টগ্রামে যান। পরে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেন। পরবর্তীকালে সেখান থেকে বিকেলে পলোগ্রাউন্ডের জনসভাস্থলে পৌঁছান সরকারপ্রধান।

রোববার উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য, কৃষি, নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প রয়েছে। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলোর মধ্যে ধর্ম মন্ত্রণালয় ছাড়াও কৃষি মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প রয়েছে।
 
এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে আসেন। সেখানে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে দুপুরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে যান। সবশেষ সেখান থেকে জনসভায় যোগ দেন।

এদিকে, সমাবেশ শেষে বিকালেই পুনরায় এম এ আজিজ স্টেডিয়ামে ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের। সেখানে নামাজ আদায়সহ আনুষাঙ্গিক কাজ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার তিন বছর পর ২০১২ সালে চট্টগ্রামের এই পলোগ্রাউন্ড মাঠেই সর্বশেষ জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে চট্টগ্রাম নগরীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আর কোনো রাজনৈতিক কর্মসূচি হয়নি।


বিজ্ঞাপন


চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় ইতোমধ্যেই জানিয়েছেন, সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রথম ধাপের মোতায়েন শেষ হয়েছে। এছাড়া এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ ও র‌্যাবের সদস্যরা মিলে পুরো জনসভাস্থল ঘিরে রেখেছে। সেখানে যারা ঢুকবেন তাদের অবশ্যই আর্চওয়ে পার হতে হবে। এরপর তল্লাশি শেষে সবাইকে ঢুকতে দেওয়া হবে।

পুলিশের সূত্রগুলো আরও জানিয়েছে, গুরুত্বপূর্ণ অতিথি যারা মঞ্চে উঠবেন, তাদের জনসভাস্থলে প্রবেশ ও বের হওয়ার জন্য মঞ্চের পেছনে আলাদা গেট করা হয়েছে। মঞ্চের পূর্বদিকে নারীদের জন্য আলাদা গেট আছে। আর মিছিল নিয়ে যারা আসবেন তাদের মূল গেট দিয়ে ঢুকতে হবে। এছাড়া রোববার সকাল ৮টা থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে জরুরি নির্দেশনা দিয়েছে সিএমপি।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর