বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

১২৫ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

১২৫ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ইসির

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসন (এডিসি), রিটার্নিং কর্মকর্তা, পুলিশের একাধিক মাঠ পর্যায়ের কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছে ইসি।

এছাড়া অনিয়মে ডিসি, এসপি ও প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি নির্বাচন কমিশন (ইসি)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, গাইবান্ধার উপনির্বাচনে অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২৫ প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশের পাঁচজনের দায় পেয়েছে ইসি।

এছাড়া প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলামকে চাকরি থেকে দুই মাসের জন্য বরখাস্ত করার নির্দেশ দিয়েছে ইসি।

আগামী সপ্তাহে এই আসনে নতুন করে ভোটের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান সিইসি।


বিজ্ঞাপন


গত ২৩ জুলাই জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

গত ১২ অক্টোবর শূন্য আসনটিতে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কয়েকঘণ্টা ভোট না চলতেই ব্যাপক অনিয়মের অভিযোগে আসনটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর