বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

জাতীয় গ্রিডে যোগ হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস, মিলবে প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

জাতীয় গ্রিডে যোগ হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস, মিলবে প্রতিদিন
ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারের ১ নম্বর কূপ জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হয়েছে। এখন থেকে কূপটি থেকে দৈনিক এই পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিয়ানীবাজারের এই কূপ থেকে এখন থেকে গ্যাসের সঙ্গে প্রতিদিন ১২০ থেকে ১৩০ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে।

গত এক যুগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় উৎপাদনে যুক্ত করতে সক্ষম হয়েছে। বর্তমানে নতুন আরও ৪৬টি কূপ খননের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মন্ত্রণালয়ের দাবি- ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা সম্ভব হবে।

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর