বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মানবপাচারের অভিযোগে রিক্রুটিং এজেন্সির মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

মানবপাচারের অভিযোগে রিক্রুটিং এজেন্সির মালিক গ্রেফতার

মানবপাচারের অভিযোগে মেসার্স দ্যা ইফতি ওভারাসিজ নামে একটি রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তার নাম রুবেল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে থাকা এজেন্সিটির অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। ঢাকা মেইলকে তিনি বলেন, মানবপাচারের ঘটনায় একটি এজেন্সির মালিককে গ্রেফতার করা হয়েছে। তার অফিসের এখনও অভিযান চলছে।

rubel-3পুলিশের একটি সূত্র জানিয়েছে, মানবপাচারের ঘটনায় চক্রটির আরও কয়েকজন জড়িত আছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে তারা।

থানা পুলিশের সূত্রটি আরও জানায়, চক্রটি দীর্ঘদিন থেকে বিদেশে লোভনীয় চাকরি দেওয়ার কথা বলে মানবপাচার করে আসছিল। চক্রের হোতা ছিলেন রুবেল। বিদেশে গিয়ে মানবপাচারের শিকার হওয়া এক ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর রুবেলের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর