শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় নতুন নির্বাচনের বিষয়ে অপেক্ষায় থাকতে বললেন সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় নতুন নির্বাচনের বিষয়ে অপেক্ষায় থাকতে বললেন সিইসি

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে নতুন করে ভোট হবে কিনা তা এখনই কথা বলতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এজন্য অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।

সিইসির ভাষ্যমতে, ‘এ ব্যাপারে এখন কিছুই বলব না। একটু সময় নিন, সব জানতে পারবেন।’


বিজ্ঞাপন


বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন হয় গত ১২ অক্টোবর। কিন্তু ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে মাঝপথে এসে ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি, যা নিয়ে ক্ষমতাসীন দল ও সেখানকার আওয়ামী লীগের প্রার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন।

পরে ভোটের অনিয়ম বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইসির পক্ষ থেকে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার কথাও বলা হয়।

এর মধ্যে ইসির গঠিত কমিটি গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কার্যক্রমে যুক্ত থাকা প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদনও জমা দিয়েছে।


বিজ্ঞাপন


তদন্ত প্রতিবেদনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না। আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি।’

নতুন করে ভোট হবে কি না, এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘না, কিচ্ছু বলব না।’

কবে নাগাদ প্রতিবেদন প্রকাশ হবে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ওয়েট করেন আপনারা, একটু ওয়েট করেন।’

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর