শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

‘জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’
ফাইল ছবি

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করতে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

>> আরও পড়ুন: বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিইআরসি তাদের মতো করে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই-বাছাই করেই করেছে।’


বিজ্ঞাপন


বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতিটা ছিল তা আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে।’

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল গড়ে ১৯ দশমিক ৯২ শতাংশ। যা ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে।

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর