রাজধানীর নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে হত্যা মামলার দুই আসামিকে জঙ্গিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে এই ঘটনার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিসিয়াল নির্দেশে বিষয়টি জানানো হয়।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন।
জানা গেছে, এই কমিটিতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) একেএম হাফিজ আক্তারকে সভাপতি করা হয়েছে। এছাড়াও আরও দুজন যুগ্ম কমিশনার, লালবাগ বিভাগের ডিসি, এডিসিকে এই কমিটিতে রাখা হয়েছে।
আদেশে বলা হয়েছে, দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামি পালিয়ে যায়। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুজনকে অন্য জঙ্গিরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পালিয়ে যাওয়া দুই আসামি হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ হাজিরা ছিল ওই দুই আসামির। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় রাজধানী ঢাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
এমআইকে/জেবি