সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাইক্রোবাসে চড়ে গাঁজা বেচতেন তারা, পুলিশের অভিযানে ধরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

মাইক্রোবাসে চড়ে গাঁজা বেচতেন তারা, পুলিশের অভিযানে ধরা
প্রতীকী ছবি

মাইক্রোবাসে চড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন নাদিরা বেগম ও জিহাদ। উদ্দেশ্য, মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই দীর্ঘদিন ধরে এই কৌশলেই বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন তারা। তবে শেষরক্ষা হয়নি, একই কায়দায় রাজধানীর মিরপুরে গাঁজা বিক্রি করতে এসে দুজনে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাজিরুর রহমান ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা ছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুটি মুঠোফোন জব্দ করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাজিরুর রহমান জানিয়েছেন, গ্রেফতাররা গভীর রাতে প্রাইভেটকারে করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মধ্য পীরেরবাগ এলাকায় আসে। পরে গোপন তথ্যে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি মোস্তাজিরুর রহমান জানান, দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসলিলেন গ্রেফতার নাদিরা বেগম ও জিহাদ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর