সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিউটিতে যাওয়া হলো না কনস্টেবল তোফাজ্জলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

ডিউটিতে যাওয়া হলো না কনস্টেবল তোফাজ্জলের

ডিউটিতে যাওয়ার পথে পুরাতন রমনা থানা ক্রসিংয়ের পশ্চিম পাশের ফুটপাতে লুটিয়ে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম তোফাজ্জল হোসেন।

গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন নেত্রকোনার বারহাট্টার ডেমুরা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, কনস্টেবল তোফাজ্জল শুক্রবার ডিউটিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পুরাতন রমনা থানা ক্রসিংয়ের পশ্চিম পাশের ফুটপাতে আসার পর তিনি ফুটপাতে লুটিয়ে পড়েন। তখন আনসার সদস্য রেজোয়ান মোল্লাসহ কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তোফাজ্জল। চিকিৎসকরা জানান, কার্ডিয়াক স্ট্রোকে মৃত্যু হয়েছে কনস্টেবল তোফাজ্জলের।

২০০১ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তোফাজ্জল। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


বিজ্ঞাপন


এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর