শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

সংকট কাটিয়ে তরুণরাই দেশকে এগিয়ে নেবে: জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

সংকট কাটিয়ে তরুণরাই দেশকে এগিয়ে নেবে: জয়

বর্তমানে বিশ্বজুড়ে সংকট চলছে, সেই সংকট বাংলাদেশকেও স্পর্শ করেছে। তবে আজকের তরুণরা সেই সংকট কাটিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে নিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার উদ্যোগে দেশের তরুণ সংগঠকদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনার জানেন যে, এখন সারাবিশ্বেই অনেক সংকট চলছে, যুদ্ধ চলছে, সমস্যা চলছে। এই একটি কোভিড মোকাবিলা করলাম আমরা দুই বছর আগে। কোভিড যেতে না যেতে এখন যুদ্ধ, সন্ত্রাস, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপ পড়ছে।’ এই সংকট তরুণদের মাধ্যমেই মোকাবেলা হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর ছেলে।

তরুণদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার নিজেরই আনন্দ লাগে যে, যখন দেখি আমাদেরই দেশে আপনারা (তরুণরা) রোবটিক হাব বানাচ্ছেন, এটা অসাধারণ। আমাদের দেশ থেকে আপনারা ক্লাইমেট চেইঞ্জ-এর জন্য দাবি করতে ইউএন-এতে প্রতিনিধি পাঠাচ্ছেন, এটা অসাধারণ।’

জয় বলেন, ‘আমাদের দেশটি একটি অসাধারণ দেশ। নিজেরা লড়াই করে, রক্ত দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। এই ১৬ কোটি মানুষকে আমরা খাওয়াতে সক্ষম হয়েছি। এই ১৬ কোটি মানুষের দেশকে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছি।’

joy


বিজ্ঞাপন


তরুণদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, ‘এই তরুণ-তরুণীরা, এই ইয়াং বাংলার পুরস্কারজয়ীরা- আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার আশা আছে, বিশ্বাস আছে, আপনারাই বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে একটি উন্নত দেশে পরিণত করবেন। আর এটা আমাদের জীবনের মধ্যেই হবে।’

তরুণদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘নিঃসন্দেহে আপনারা দেশ ও দেশের মানুষের জন্য যেভাবে সেবা করছেন এটা আমাদের সকল নাগরিক এবং বিশ্বের জন্য একটা উদাহরণ। আপনাদের মতো তরুণ-তরুণীরা নিজের প্রচেষ্টায় কারও কাছে হাত না পেতে নিজের মেধায়, নিজের চিন্তাধারায় কাজ শুরু করে দিয়েছেন। আপনারা কারও জন্য বসে নেই এটাই হলো আমাদের চেতনা। এটাই আমাদের বিশ্বাস।’ 

এবার পুরস্কারের জন্য ছয় শতাধিক প্রতিষ্ঠান আবেদন করে। তাদের মধ্য থেকে ২৮ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। পাঁচটি ক্যাটগরিতে পুরস্কৃত করা হয় ১০ প্রতিষ্ঠানকে। এছাড়া দুজনকে দেওয়া হয় আজীবন সন্মাননা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্ট্রি নসরুল হামিদ বিপু।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর