রোববার, ১২ মে, ২০২৪, ঢাকা

রামপুরা থানায় হত্যা মামলা করলেন ফারদিনের বাবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

রামপুরা থানায় হত্যা মামলা করলেন ফারদিনের বাবা

নিখোঁজের পর শীতলক্ষ্যা নদী থেকে ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা করলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা নূর উদ্দিন রানা। এতে বুশরা নামে তার এক বান্ধবীসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মামলাটি নথিভুক্ত হয়েছে। বুয়েট শিক্ষার্থী ফারদিনের বাবা বুশরাসহ অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ মিলল শীতলক্ষ্যায়

গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

ফারদিনের মরদেহ ময়নাতদন্ত করা চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে বোঝা যায় তাকে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বুয়েটছাত্র ফারদিনকে: দাবি পরিবারের

এদিকে ফারদিনের মরদেহ উদ্ধারের ঘটনায় এরই মধ্যে বুশরা ও শীর্ষ সংশপ্ত নামে তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বান্ধবী বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে ফারদিনের মারা যাওয়ার পেছনের রহস্য উদঘাটন করে এরসঙ্গে জড়িতদের শাস্তি চেয়েছেন তার সহপাঠী ও বুয়েটের শিক্ষার্থীরা।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর