শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

সিআইডির দুই অতিরিক্ত পুলিশ সুপার অবসরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

সিআইডির দুই অতিরিক্ত পুলিশ সুপার অবসরে

সিআইডির দুই অতিরিক্ত পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার। ৫৯ বছর পূর্ণ হাওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী অবসরে গেছেন এই দুই কর্মকর্তা।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইসমাইল ও মোহাম্মদ শহীদ সোহরাওয়ার্দী। তারা দুজন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর এই দুই কর্মকর্তার বয়স ৫৯ বছর পূর্ণ হাওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাদেরকে অবসরে পাঠানো হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাদের অনুকূলে আঠারো মাসের বেতনের সমপরিমাণ অর্থসহ (ল্যান্ড গ্রান্ড) চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত এক বছরের অবসর এবং অবসরকালীন (এলপিআর) ছুটি মঞ্জুর করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন দুটি দেখতে ভিজিট করুন: DhakaMail.com/PiliceRetirement01
                                                                                                                     DhakaMail.com/PiliceRetirement02 


বিজ্ঞাপন


এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর