বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন অবসরে

উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হলো।

mopa-1একাধিক সূত্রে জানা গেছে, র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর রাষ্ট্রদূত সহিদুলকে সরানো সিদ্ধান্ত নেয় সরকার।


বিজ্ঞাপন


ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই এক বিবৃতিতে জানায়।

২০২০ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সহিদুল ইসলামকে নিয়োগ দেয় সরকার।

আরও পড়ুন: এবার তিন এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ওই বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ওয়াশিংটনে এর আগে বাংলাদেশ মিশনের উপপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সহিদুল ইসলাম এর আগে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপপ্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই কূটনীতিক।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর