শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইভিএমে ভোটের পক্ষে মত দিয়ে যা বললেন সাবেক ৩ সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

ইভিএমে ভোটের পক্ষে মত দিয়ে যা বললেন সাবেক ৩ সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে যখন বেশিরভাগ রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে, তখন সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই পদ্ধতিতে ভোটের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের দাবি- ইভিএম ভালো। আর ইভিএমে যেসব নির্বাচন হয়েছে, সেখানে ভোট পরার হারও ভালো। সেই সঙ্গে প্রার্থীসহ অন্যরা কেউ ইভিএম নিয়ে আপত্তিও তোলেননি।

বুধবার (১৯ অক্টোবর) আগারগাঁওয়ের কমিশন ভবনে সাবেক সিইসি ও ইসিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পক্ষে এমন মতামত দেন।


বিজ্ঞাপন


এর আগে বৈঠকে উপস্থিত হয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, কাজী রকিব উদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা নিজেদের মতামত তুলে ধরেন। পরে সাংবাদিকদের ইভিএম নিয়ে তারা বলেন- এটা ভালো।

এদিকে, ২০১৪ সালের ৫ জানুয়ারির আলোচিত নির্বাচনের সময়ে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘ইলেকশন কমিশন, এটা কনস্টিটিউশনাল বডি। তারা আইন অনুযায়ী চলবে এটাই বলেছি। ইভিএম নিয়ে উনাদের পাবলিকলি ডায়ালগ করতে হবে। ইভিএম উন্নতমানের যন্ত্র। নতুনটা অলমোস্ট ডিজিটাল।’

সাবেক এই সিইসি বলেন, ‘এটা তো জানতে হবে লোকের। চেষ্টা করুক, তাদের (ভোটারদের) সামনে দেন। যাদের আপত্তি আছে তারা এসে দেখুক- এটা ঠিক না বেঠিক। তারপর না হয় লোকজন বুঝতে পারবে। এটা নিয়ে পাবলিসিটির দরকার আছে।’


বিজ্ঞাপন


Election Commissionঅন্যদিকে, ইভিএম প্রসঙ্গে ২০১৮ সালের নির্বাচনে নেতৃত্ব দেওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘যেগুলোতে ইভিএমের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেগুলোতে ভোটার ভোট দিয়েছেন ৮০ শতাংশ, ৭০ শতাংশ, ৬৫ শতাংশ লোক ভোট দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোটাররা আপত্তি করেনি। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তারাও ইভিএম নিয়ে আপত্তি করেনি। যারা প্রার্থী ছিল যারা জয়ী হয়েছেন, যারা জয়ী হতে পারেননি তারাও আপত্তি করেনি। সুতরাং তারা জানেন ইভিএম কি?’

কে এম নুরুল হুদা বলেন, ‘যারা ইভিএম ব্যবহার করেননি, যারা ইভিএম দেখেননি, তাদের পক্ষে ইভিএম বোঝা একটু কঠিন। সুতরাং যতদূর পারা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত।’

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর