মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমাদের কোনো পক্ষ নেই: সিইসি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

আমাদের কোনো পক্ষ নেই: সিইসি 

নির্বাচন কমিশনের কোনো পক্ষ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘আমরা চাই ভোটাররা যেন তাদের ভোটটা দিতে পারেন। সে লক্ষ্যেই আমরা সিসি টিভির ব্যবহার করছি।’

রোববার (১৬ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


এদিকে ঢাকায় বসে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট বন্ধ করা নিয়ে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করছেন ক্ষমতাসীন দলের নেতারা। 

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোট বন্ধ করার পরবর্তী পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’
 
আগামীকাল সোমবার দেশের ৫৭টি জেলায় অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএমে চলবে ভোট। 

গাইবান্ধার উপনির্বাচনের মতো এই নির্বাচনও নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করবে ইসি।

গত ১২ অক্টোবরও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় ইসি। 


বিজ্ঞাপন


যদিও ক্ষমতাসীন দলের নেতারা সিসি ক্যামেরায় দেখে ভোট বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অবশ্য কেউ আবার বলছেন, এভাবে ভোট বন্ধ করে দিয়ে ইসি প্রমাণ করেছে তারা স্বাধীন।

যদিও বিএনপি বলছে, এই ভোট বন্ধ সরকারের নির্দেশনায় ইসির নাটক। এরমধ্য দিয়ে তারা আস্থা অর্জন করতে চায়।

তবে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি ভোট বন্ধের সিদ্ধান্তের জন্য ইসিকে সাধুবাদ জানিয়েছে।

রাজনৈতিক দলগুলোর এমন বক্তব্য থাকলেও সিইসি বললেন, তারা কোনো চাপ অনুভব করছেন না।

নির্বাচনে সিসি ক্যামেরা বসানো নিয়ে সিইসি বলেন, সিসি টিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক।

অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, গাইবান্ধার নির্বাচনের মতোই ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনেও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর