বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজধানীজুড়ে মোমবাতির তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

রাজধানীজুড়ে মোমবাতির তীব্র সংকট

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যেই রাজধানীজুড়ে তীব্র মোমবাতির সংকট দেখা দিয়েছে। একাধিক দোকান ঘুরেও মোমবাতি না পাওয়ার অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে একাধিক এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা আবু রায়হান এই প্রতিবেদককে বলেন, 'দুপুর থেকে বিদ্যুৎ নেই। দিনে কোনো রকম চলে গেলেও রাতে তো অন্ধকারে থাকা সম্ভব না। বাসায় বাচ্চারা আছে। গরমে তারা অস্থির হয়ে আছে। কিন্তু অন্ধকারে তো রাখা যাবে না৷ কিন্তু মোম কিনতে এসে নতুন বিপত্তিতে পরেছি। কোথাও মোমবাতি পাচ্ছি না।’

একই এলাকার দোকানি জমির মিয়া বলেন, 'সাধারণত মোমের তেমন চাহিদা নাই। কিন্তু আজকে বিদ্যুৎ না থাকায় হঠাৎ করেই চাহিদা বেড়ে গেছে। লোকজন এসে ফেরত যাচ্ছে। দিতে পারছি না। গতকালও কোম্পানির লোক এসে মোম নিতে চাপাচাপি করে গেছে, রাখিনি। আজকে তো দেখি, সবাই এসে মোম চাচ্ছে।'

তবে মোমবাতি পেলেও অনেক স্থানে দাম বেশি রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে।

MM


বিজ্ঞাপন


মোমবাতি কিনতে পারা ফয়সাল নামে এক ব্যক্তি বলেন, 'অনেক দোকান খুজে মোমবাতি পেয়েছি। তবে পাঁচ টাকার মোম দশ টাকা হয়ে গেছে। আর ১০ টাকার মোম ২০ টাকা। চাহিদা বেশি থাকায় তারা দাম বেশি রাখছে।'

পুরান ঢাকার পাতলাখান লেনের দোকানদার গোবিন্দ চন্দ্র ঢাকা মেইলকে বলেন, ‘আমার বউরে শাঁখারিবাজার পাঠাইয়া ৬০টা ছোট বড় মোমবাতি আনলাম। ২০ মিনিটও লাগে নাই। যে মোমবাতি আমরা পাঁচ টাকা বিক্রি করতাম, সেইগুলো আট টাকা করে কিনে আনলাম। এরপরও লোক মোমবাতি পাইতেছে না।’

এদিকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে পাঁচ ঘণ্টারও বেশি সময় পর ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এসেছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায়ও বিদ্যুৎ আসতে শুরু করেছে বলে জানা গেছে। তবে এখনও অনেক এলাকা বিদ্যুৎহীন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মধ্যরাতের মধ্যে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর