শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

অন্ধকারে রাজধানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

অন্ধকারে রাজধানী

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎবিহীন রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চল। একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তবে কখন স্বাভাবিক হবে তা কেউ বলতে পারছে না।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই বিদ্যুৎ নেই পুরো রাজধানীতে। হাসপাতালসহ বিভিন্ন অফিস আদালতে কাজ চলে জেনারেটরের মাধ্যামে। সন্ধা হওয়ার সাথে সাথে অন্ধকার নেমে আসে রাজধানীজুড়ে।


বিজ্ঞাপন


রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র গরমে মানুষ ঘরে থাকতে না পেরে রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন জায়গায় চলছে আলোচনা সমালোচনা।

এদিকে সাধারণ মানুষের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানাো হয়।

বিদ্যুৎ বি়ভাগ বলছে, আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) এর প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করা হবে বলে আশা করা যায়।

এর আগে বিকেল ৩টায় পিডিপির উপপরিচালক মোহাম্মদ শামীম হাসান ঢাকা মেইলকে জানান, জাতীয় গ্রিডে কিছু সমস্যার কারণে দেশের অনেক জায়গায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আমাদের টিম সব জায়গায় কাজ করছে। সবকিছু ঠিকঠাক হতে তিন-চার ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর