শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিদ্যুৎ বিপর্যয়: ব্যাহত হচ্ছে ইমিগ্রেশন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎ বিপর্যয়: ব্যাহত হচ্ছে ইমিগ্রেশন কার্যক্রম
ফাইল ছবি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় এর প্রভাব পড়েছে নানা ক্ষেত্রে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, পুরো ঢাকা শহরে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। যার কারণে ইমিগ্রেশনের সার্ভার ডাউন। আমরা ব্যাকআপ দিয়ে কাজ করছি। তবে খুব ধীরে কাজ করছে সার্ভার।


বিজ্ঞাপন


তবে বিকল্প উপায়ে বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এই সমস্যা হয়েছে জানিয়ে বিদ্যুৎ বিভাগ আশ্বাস দিয়েছে, রাতের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর