বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোট নিয়ে কথা বলতে সব ডিসি-এসপির সঙ্গে বসবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

ভোট নিয়ে কথা বলতে সব ডিসি-এসপির সঙ্গে বসবে ইসি
ফাইল ছবি

নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করবেন।


বিজ্ঞাপন


রোববার (২ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (পরিচালক-জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে। তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও সভায় আলোচনা হবে।

চলতি মাসের ১২ তারিখ গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদে নির্বাচন হবে। পরের মাসে অর্থাৎ ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়াও চলতি মাসে বেশ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোট হবে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর