শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে নেওয়া যাবে না টোল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১২:২৬ এএম

শেয়ার করুন:

টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে নেওয়া যাবে না টোল
টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে টোল নেওয়া যাবে না

টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়ক ব্যবহার করার জন্য যানবাহন থেকে কোনো টোল আদায় না করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের এমন নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেয়র ও সব পৌরসভার অবগতির জন্য জানানো যাচ্ছে যে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১/০৪/২০২২ তারিখের আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য নির্দেশ দেওয়া হলো। সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারির জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

বিইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর