শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নামাজ শেষে রুমে গিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

নামাজ শেষে রুমে গিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার একটি বাসায় মো. হাসেম আলী হিরা নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতের স্ত্রী তাহামিনা সুলতানা তামান্না বলেন, আমার স্বামী বাড্ডা সাঁতারকুল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি একটি কুরিয়ার সার্ভিসের চাকরি করতেন। মাত্র তিন মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আজ মাগরিবের নামাজ শেষে করে নিজের রুমে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার উত্তর রশিদনগর গ্রামে। তার বাবার নাম মো. জামাল উদ্দিন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

/একেবি/


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর