বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

৩ শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, মূলহোতাসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম

শেয়ার করুন:

৩ শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, মূলহোতাসহ গ্রেফতার ৪
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)

১৫ বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে চক্রটির মূলহোতাও আছেন। তার নাম মো. আমির হোসেন।

শনিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এলিট ফোর্সটির একটি টিম। অভিযানকালে লুট করা স্বর্ণ, মোবাইল ফোন জব্দ করা হয়। চক্রের মূল হোতা আমির হোসেন ১৫টির বেশি মামলার আসামি।


বিজ্ঞাপন


র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ. ন. ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে গ্রেফতার বাকি তিনজনের নামপরিচয় জানা যায়নি। চারজনের সম্পর্কে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হবে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর