বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

মেলা মাতাচ্ছেন ছোট্ট সোনামণিরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

মেলা মাতাচ্ছেন ছোট্ট সোনামণিরা

অমর একুশে বইমেলা পুরোটাই আজ কোমলমতি শিশুদের দখলে। শুক্রবার (৪ মার্চ) শিশু প্রহরে সিসিমপুরের ইকরি-মিকরি, হালুম, শিকু, টুকটুকির সঙ্গে নেচে, গেয়ে, খুশিতে লাফিয়ে-লাফিয়ে মেলা মাতাচ্ছেন ছোট্ট সোনামণিরা। শিশুদের জন্য করা স্টেজের পরিসর বাড়ানোর দাবি অভিভাবকদের।

sishu-prohor


বিজ্ঞাপন


শুক্রবার অমর একুশে বইমেলার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশু প্রহর’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মেলায় আসছে আজ। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে। কিনছে সিসিমপুর, কার্টুন, ছড়া-কবিতাসহ বিভিন্ন রকমের বই।

sishu-prohor

গ্রীণ বার্ড এডভান্স স্কুলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুসাইবা, ছুটির দিনে বাবার সাথে এসেছেন বইমেলার শিশু প্রাঙ্গণে। সিসিমপুরের ভেতর নেচে, গেয়ে ক্লান্ত হলেও চোখে মুখে যেন বিশাল আনন্দের চাপ। ছোট্ট মুসাইবা ঢাকা মেইলকে বলেন, বাবার সঙ্গে এবার প্রথম এসেছি। এখানে হালুম, ইকরি-মিকরি, শিকু, টুকটুকির সঙ্গে নেচেছি, অনেক লাফিয়েছি। অনেক মজা লেগেছে আজকে এখানে এসে। এখন বাবার সঙ্গে ছড়ার, গল্পের ও কার্টুন বই কিনতে যাব।

sishu-prohor


বিজ্ঞাপন


মুসাইবার বাবা সৌরভ জানান, শুক্রবারে যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে আর এখানে শিশুদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে তাই আজ বাচ্চাদের নিয়ে এখানে এসেছি। বাচ্চারা এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছে। তবে পরিসরটা একটু ছোট, মেলায় শিশুদের সঙ্গে যেহেতু তাদের অভিভাবকরাও আসে আর বাচ্চাদের তো একা ছেড়ে দেওয়া যায় না, সামনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই পরিসরটা আরেকটু বড় হলে অনেক ভালো হয়।

sishu-prohor

মেলা চলাকালীন প্রতি শুক্রবার ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে শিশুদের জন্য আয়োজিত এই ‘শিশু প্রহর’।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর