শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

হোটেলের বাথরুমে পড়ে ছিল ব্রিটিশ নাগরিকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

হোটেলের বাথরুমে পড়ে ছিল ব্রিটিশ নাগরিকের মরদেহ

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলেসন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হোটেল থেকে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) মামুনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর উত্তরা চার নম্বর সেক্টরের হোটেল মেরিনার দ্বিতীয় তলায় ১০৮ নম্বর কক্ষে ওঠেন ডুগাল্ড  ফিনলেসন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

সকালে হোটেল বয় অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় ভেঙে ঢুকে বাথরুমে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বাথরুম থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে ডুগাল্ড মৃত ঘোষণা করেন।

মরদহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর