শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২ এএম

শেয়ার করুন:

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: পিটার হাস
ফাইল ছবি

অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের একার নয়। সরকার ও রাজনৈতিক দলের দায়িত্ব আছে।

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন পিটার হাস। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না। তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

সংসদ নির্বাচনের আগে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা ও গুম ইস্যুতে আশানুরূপ উন্নতি করতে পারেনি বাংলাদেশ।

পিটার হাস বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক বিরাজমান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।


বিজ্ঞাপন


তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে। আমরা আশা করছি, র‍্যাবের আচরণ পরিবর্তন হবে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর