বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

গ্যাসের অপচয় বন্ধে আমরা বদ্ধপরিকর, ফেসবুকে জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

গ্যাসের অপচয় বন্ধে আমরা বদ্ধপরিকর, ফেসবুকে জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাসের অপচয় বন্ধে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে তিনি বলেছেন, এ ব্যাপারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।

নিজের ভ্যারিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।


বিজ্ঞাপন


পোস্টে প্রতিমন্ত্রী লিখেন, ‘রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয় বন্ধে আমরা বদ্ধপরিকর। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নূন্যতম ছাড় দেওয়া হবে না। আজ ঢাকার কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুরের চন্দ্রা এবং জামালপুরে তিতাস কর্তৃপক্ষ বিশেষ অভিযান চালিয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ এবং অনুমোদনের অতিরিক্ত গ্যাস সংযোগ।’

ফেসবুকের ওই পোস্টে প্রতিমন্ত্রী অভিযানের বেশকিছু ছবিও শেয়ার করেছেন।

এর আগে এক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে তিতাস ১৬৪টি অভিযান পরিচালনা করেছে। ওইসব অভিযানে দুই লাখ ২৩ হাজার ৩২৯টি অবৈধ ও বকেয়াজনিত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অভিযানে ২২০ দশমিক ৬৩ কিলোমিটার অবৈধ গ্যাসের লাইন উচ্ছেদ করা হয়েছে।


বিজ্ঞাপন


টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর