বিশ্বর বুকে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে অধিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা প্রদান করা হয়েছে। দেশের প্রতিটি জনপদ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং দারিদ্র্য ও অতি দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। দেশের এই উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
এ সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিজ্ঞাপন
এ দিন আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেষ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
টিএ/আইএইচ