শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

৫ মসজিদের উন্নয়নে অনুদান দিলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

৫ মসজিদের উন্নয়নে অনুদান দিলো ডিএসসিসি

২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত খাত থেকে ৫ মসজিদের উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (২৪ সেপ্টম্বর) ডিএসসিস’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এ নিয়ে সংস্থাটি একটি অফিস আদেশ জারি করেছে। ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এই অনুদান মঞ্জুর করে একটি দফতর আদেশ জারি করেছেন।

সচিব আকরামুজ্জামান জানান, মসজিদের উন্নয়ন, সংস্কার কাজের জন্য অনুদান বরাদ্দ পাওয়া মসজিদগুলোর মধ্যে সূত্রাপুর মসজিদকে দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা, বাইতুন ফালাহ জামে মসজিদকে এক লাখ টাকা, বানিয়ানগর হয়রত বেলাল (রা.) জামে মসজিদকে এক লাখ টাকা ও হায়াত বেপারী জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান অনুমোদ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর