শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত মেট্রো রেলস্টেশনের নাম ‘প্রেসক্লাব স্টেশন’ রাখার দাবিতে মানবন্ধন করেছেন সাংবাদিকরা। 

সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তাঁরা। সমাবেশ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনের সংশোধন এবং সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদও জানিয়েছেন।


বিজ্ঞাপন


অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, জাতীয় প্রেসক্লাব সামনে স্থাপিত মেট্রোরেলের নাম সচিবালয় স্টেশন কোন সময় সাংবাদিকরা মেনে নেবেন না। অবিলম্বে এই স্টেশনের নাম প্রেসক্লাব মেট্রো রেলস্টেশন নামকরণ করে গেজেট করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবেন।

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সমালোচনা করে বক্তারা বলেন যে আইন সাংবাদিকদের কোন সুরক্ষা দেবে না , যে আইনে সাংবাদিকদের কর্মীতে পরিণত করা হয়েছে সেই আইন কোনমতেই সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

এছাড়া সারা দেশে অব্যাহত সাংবাদিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। এসব দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল , ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ , আইন সম্পাদক এস এম সাইফ আলী, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী,  ডিইউজের সাবেক নেতা ওবায়দুল হক খান , এম শাহজাহান , আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন এলিস , মোশাররফ হোসেন, শেখ নূর ইসলাম, মনিরুজ্জামান অপূর্ব, অশোক ধর, কামরুল ইসলাম, শেখ জামাল,  অমিতাভ রেজা, সিকদার আব্দুস সালাম, আসলাম ইকবাল, শেখ হাফিজ, ফিরোজ কবির শাওন , ইউসুফ আলী বাচ্চু, মনসুর আহমদ, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, মীর্জা মাসুদ, অনিমেষ বণিক, আব্দুল মজিদ, আবু জাফর সাইফুদ্দিন, নির্মল বর্মণ , নাহিদ আক্তার পপি, শাহিন চৌধুরী,প্রমুখ।


বিজ্ঞাপন


ডিএইচডি/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর