শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

দৌড়ে পালানোর সময় ছিনতাইকারীকে ধরল র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

দৌড়ে পালানোর সময় ছিনতাইকারীকে ধরল র‌্যাব

ট্রেন থেকে নেমে সবেমাত্র বাসার দিকে যাবেন স্থির করেছিলেন মিতুল রায় রনি দম্পতি। ওই সময় তার স্ত্রীর গলায় থাকা সোনার চেইন টান দিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে ছিনতাইকারী আরিফ হোসেন। ভুক্তভোগী নারীর স্বামী রনি ছিনতাইকারীর পেছনে দৌড়াতে শুরু করেন। পাশেই ছিলেন র‌্যাবের টহল টিমের সদস্যরা। সে দৃশ্য দেখে তারা ধাওয়া করে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কমলাপুর স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।


বিজ্ঞাপন


ভুক্তভোগী নারীর স্বামী মিতুল রায় রনি জানান, তারা কমলাপুর থেকে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে রিকশায় উঠে তার স্ত্রীর গলার চেইন টান দিয়ে পালিয়ে যেতে থাকে ছিনতাইকারী। তিনি সঙ্গে সঙ্গে রিকশা থেকে নেমে দৌড় দেন। কিছুদূর গিয়ে র‌্যাবের টহল টিমের দেখা পান এবং বিষয়টি তাদের জানালে তারা ধাওয়া করে ছিনতাইকারী আরিফ হোসেনকে ধরতে সক্ষম হন।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, সোনার চেইনটি উদ্ধার করে রনিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছিনতাইকারীকে ধরে তাদের সামনে আনা হয়েছিল এবং তারা চিনতে পেরেছেন। ছিনতাইকারী আরিফ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ২৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ইসলাম (২২), বাবু (২৭), টিটু (২০), শরিফ (২১), নুরে আলম (২২), মুরাদীল মুস্তাকিম ওরফে মুরাদ (১৯), জালাল (১৯), হৃদয়  (১৮), হোসেন ওরফে মোটু (১৯), জয় (১৯), সুমন (২১), ইয়াছিন রাব্বি (২০), টিটু (৪০), পরান (২৬), রাসেল (২২), জীবন সরদার (২১), শুক্কুর (২০), সাগর হোসেন (২২), মাসুম খান (১৯), মিহির তালুকদার (২১), হোসেন (২২), ফারুক (২৮), মেহেদী হাসান রানা (২৪), সুজন (২২), জুলহাস (৩০), কবির হোসেন (২২), দেওয়ান আলী (২৫) ও তৌহিদ হাওলাদার (২২।


বিজ্ঞাপন


এসময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইলফোন, সাকতটি সুইচ গিয়ার, দুটি এন্টি কাটার, ছয়টি ব্লেড, একটি কাঁচি, চাকু, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, স্বর্ণের চেইন এবং নগদ ৩২৪ টাকা উদ্ধার করা হয়।

rab11

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে থাকে। তারপর যাত্রীদের টার্গেট করে কখনও তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কখনও বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এভাবে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। এছাড়াও কখনও ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সর্বস্ব কেড়ে নেয়।

এছাড়াও সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি গলিতে ওঁৎ পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে। তাদের ছিনতাই কাজে বাধা দিলে তারা নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধা বোধ করে না। খিলগাঁও মালিবাগ রেইল গেইট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বাড়ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর