প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত। এছাড়াও নদীদূষণ মোকাবিলা, নদীর পরিবেশ ও নাব্যতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে কাজ করবে দুই দেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে একমত পোষণ করেছে ঢাকা-নয়াদিল্লি। সফর সংক্রান্ত দু’দেশের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন সংরক্ষণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত সহযোগিতার ভবিষ্যৎ কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। আগামীতে সুন্দরবন সংরক্ষণে যৌথ উদ্যোগ নিতে সম্মত হয়েছে দু’পক্ষ।
সুন্দরবন বিশ্বের সবচে বড় ম্যানগ্রোভ বন। এটি ৩শ ৩৩ প্রজাতির গাছ, ৪শ প্রজাতির মাছ, প্রায় ৩শ প্রজাতির পাখি আর বণ্যপ্রাণীর অভয়ারণ্য। বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের কবল থেকে আগলে রেখেছে বাংলাদেশকে।
বাংলাদেশের সীমানার বাইরে ভারতের একটি অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সুন্দরবনের পরিবেশ রক্ষায় দুই দেশের মধ্যে সমঝোতা হয়। তবে বাস্তবায়নে উদ্যোগ ছিল না।
বিজ্ঞাপন
যৌথ বিবৃতিতে জানানো হয়, নদীদূষণ মোকাবিলা, নদীর পরিবেশ ও নাব্যতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে উভয়পক্ষই সম্মত হয়েছে। আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারিত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার ওপর দু’দেশই গুরুত্বারোপ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।
শেখ হাসিনার এবারের সফরকালে দুই দেশের মধ্যে সাত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারকের (এমওইউ) মধ্যে রয়েছে-অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ভারত ও বাংলাদেশের পানি প্রত্যাহারের বিষয়ে ভারত সরকারের জল শক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, ভারতে বাংলাদেশের রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে ভারতের রেল মন্ত্রণালয় এবং বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের জন্য এফওআইএস ও অন্যান্য আইটি অ্যাপ্লিকেশনের মতো আইটি সিস্টেমে সহযোগিতার জন্য ভারতের রেল মন্ত্রণালয় ও বাংলাদেশের রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক।
অন্যান্য সমঝোতা স্মারকগুলো হচ্ছে-ভারতে বাংলাদেশ জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির বিষয়ে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ও বাংলাদেশের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা স্মারক, মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রগুলোতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে সম্প্রচার সহযোগিতা সংক্রান্ত স্মারক।
বিইউ/এএস

