গাজীপুরের সালনায় উদ্বোধন করা হলো সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট'। গাজীপুর চৌরাস্তা থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা মৌজায় এই রিসোর্ট ও পিকনিক স্পটটি অবস্থিত।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৪১তম রিসোর্টটি সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিজ্ঞাপন
এর আগে প্রতিমন্ত্রী রিসোর্টের ফলক উন্মোচন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি পুরো রিসোর্ট ঘুরে দেখেন।
২০১৯ সালের জানুয়ারিতে এই প্রকল্প শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় গত জুনে।

'পর্যটন বর্ষ উপলক্ষ্যে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদির উন্নয়ন' শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এতে ব্যয় হয়েছে নয় কোটি ৪০ লাখ টাকা।
বিজ্ঞাপন
বাংলাদেশ পর্যটন করপোরেশনের সূত্র জানায়, এই প্রকল্পের জন্য বন বিভাগ থেকে সমঝোতা স্মারকের মাধ্যমে ৩ দশমিক ১২ একর জায়গা পেয়েছে পর্যটন করপোরেশন। এখানে আধুনিক ছয়টি কটেজ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে দুটি বেড রুম, একটি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে। এছাড়া আধুনিক স্থাপত্য নকশায় শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসন বিশিষ্ট রেস্তোঁরা, অভ্যর্থনা ভবন, অভ্যর্থনা কাউন্টার, তিনটি স্যুভিনর শপ, একটি কফি কর্নার, শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল বা মিটিং রুম, গ্রুপ ট্যুরিস্টদের ডে-আউটিংয়ের জন্য দুটি পিকনিক শেড ও একটি কুকিং শেড রয়েছে। যেখানে ২০০-৩০০ লোকের সবধরনের খাবার প্রস্তুতের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য রাইড ও বিনোদন সুবিধা তৈরি করা হয়েছে।
এমআইকে/জেবি

