সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি
ফাইল ছবি

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি এই ভিসা পান বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র।


বিজ্ঞাপন


তবে পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। এ নিষেধাজ্ঞার কারণে তার যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ভিসা পাওয়ায় সেই সংশয় দূর হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর