শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

আগুনে নিহত ছয়জনই হোটেল কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

আগুনে নিহত ছয়জনই হোটেল কর্মচারী

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিণ্ডে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বরিশাল হোটেলের কর্মচারী বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহতরা হলেন- শরীয়তপুরের দক্ষিণ বড় কাসমা ইউনিয়নের আবুল কাশেম সরদারের ছেলে ওসমান সরদার (২৫), বরিশালের হিজলা উপজেলার শঙ্কর পাশা ইউনিয়নের পূর্ব টয়কা গ্রামের মৃত আলম সরদারের ছেলে বিল্লাল হোসেন এবং একই এলাকার মোস্তফা মাঝির ছেলে মোতালেব হোসেন (১৬)।  এছাড়া হবিগঞ্জের লাখাই উপজেলার বামই ইউনিয়নের রাকেশ সরকারের ছেলে স্বপন সরকার (১৮),  কুমিল্লার চান্দিনা উপজেলার মো. শরীফ (১৫), মাদারীপুরের কালকিনি উপজেলার রুবেল হেলাল।


বিজ্ঞাপন


তাদের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাশ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের ঢাকা সদরের জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ সংবাদ সম্মেলনে বলেন, ছয়জনের মধ্যে পাঁচজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেহারা দেখে চেনার উপায় নেই। আগুনে পুড়ে ওই পাঁচ মরদেহের হাড় বেড়িয়ে গেছে। আরেকজনের চেহারা দেখলে কিছুটা বোঝা যায়। মরদেহগুলো দেখে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের শুরুর দিকে হয়তো তারা মারা গেছেন। ডিএনএ কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলাবাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে ওই হোটেলে আগুন লাগে। দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এসএএস/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর