বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

১৫ আগস্ট আমাদের ঘুম ভাঙে গুলির শব্দে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

১৫ আগস্ট আমাদের ঘুম ভাঙে গুলির শব্দে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ১৫ আগস্টে বক্তব্য দেওয়া আমার জন্য কঠিন। তারপরও বুকের কিছু কষ্ট আপনাদের সামনে তুলে ধরতে হয়। আজ থেকে ৪৭ বছর আগে আমার বয়স সাড়ে চার বছর ছিল। আমরা ভাইয়েরা বাবার সাথে শুয়েছিলাম। একদিন আগেও একই নিয়মে আমরা বাবা-মায়ের কাছে ঘুমিয়েছিলাম। ১৫ আগস্ট আমাদের ঘুম ভেঙেছে গুলির আওয়াজে।

সোমবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় নগর ভবনে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মেয়র তাপস বলেন, আজও মাকে খুঁজি। বাবাকে খুঁজি। কিন্তু এ ৪৭ বছরেও খুঁজে পাইনি। এ পৃথিবীতে যতগুলো হত্যার ঘটনা ঘটেছে, ১৫ আগস্টের ঘটনা সবচেয়ে জঘন্য।

মেয়র বলেন, কী অপরাধ ছিল তাদের। শিশুদের হত্যা করা হয়েছিল। আমাদের বাসায় আক্রমণ করা হলো। বাবাকে আক্রমণ করা হলো, আমার বাবা পালিয়ে যাননি। মা তার শিশুদের বাঁচাতে এগিয়ে আসেননি। তারা পালানোর চেষ্টা করেননি। আমার মা দৌড়ে গিয়েছেন গুলির সামনে। বুক পেতে দিয়েছেন। তাদের অবুঝ সন্তানদের বাঁচানো কিংবা জীবন ভিক্ষা চায়নি। লাশ পড়েছিল সিঁড়িতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-৫ আসনের সাংসদ মনিরুল ইসলাম মনু, ডিএসসিসি সিইও ফরিদ উদ্দিন প্রমুখ।

ডিএইচডি/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর