পুরান ঢাকার চকবাজারের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় জনে।
সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে একে একে মরদেহগুলো উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- বিল্লাল (৩৩), ওসমান (২৫), শরীফ (১৫) ও স্বপন (২২)। তবে বাকি দুজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের ইনচার্জ রাজন ঢাকা মেইলকে বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৬ জনের মরদেহ উদ্ধার করেছি। দ্বিতীয় তলায় আর কোনো লাশ নেই।
এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, চকবাজারের কামালবাগের দেবীদাসঘাট লেনে যে ভবনে আগুন লেগেছিল তার দ্বিতীয় তলায় মেস করে থাকতেন বরিশাল হোটেলের পাঁচজন কর্মচারী। আগুন লাগার পর মেসে থাকা দুইজনের খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। তারা রাতে ডিউটি করার পর ওই মেসে ঘুমাচ্ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার চকবাজারের কালামবাগ এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসএএস/আইএইচ