শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

শ্রদ্ধা জানাতে এসে সেলফি তোলা নিয়ে হাতাহাতি!

দেলাওয়ার হোসাইন দোলন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

শ্রদ্ধা জানাতে এসে সেলফি তোলা নিয়ে হাতাহাতি!

জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে এসে সেলফি-ছবি তোলা নিয়ে অনেককেই ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোসহ নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, শ্রদ্ধা জানাতে আসা অনেকেই সেলফি-ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ নির্ধারিত লাইনে না এসেই শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। ফলে অপেক্ষমাণদের সঙ্গে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। কেউ কেউ ফুল না নিয়ে এসে বেদী থেকে ফুলের ডালা নিয়ে ছবি তোলেন। দ্রুত স্থান ত্যাগ করতে বলায় দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সঙ্গেও অনেককে বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখা গেছে।

s2

সকাল ৯টার কিছুক্ষণ আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান ছাত্রলীগ নেতারা। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। এতে পেছনের সারিতে থাকা অন্য সংগঠনের ব্যানারে আসা মানুষেরা পড়েন বিপাকে। ধাক্কাধাক্কিতে কয়েকজন ছিটকে প্যান্ডেলের বাইরে পড়ে যান।


বিজ্ঞাপন


এ সময় বারবার মাইকে স্বেচ্ছাসেবক কমিটিতে থাকা নেতারা ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, তাই দয়া করে তোমরা বিশৃঙ্খলা করবে না’, ‘হয় ফুল দাও, নয়ত স্থান ত্যাগ কর’ এসব আহ্বান জানাতে থাকেন। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তাতে কর্ণপাত করেননি। অনেকক্ষণ ধরে চলে বিশৃঙ্খলা।

ss3

শ্রদ্ধা জানাতে এসে এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়া প্রসঙ্গে তুষার নামে এক স্বেচ্ছাসেবী ঢাকা মেইলকে বলেন, ‘হাজার হাজার মানুষ অপেক্ষমাণ শ্রদ্ধা জানাতে এসে। একটা নির্ধারিত সময় এবং লাইনে দাঁড়িয়ে আসার কথা থাকলেও অনেকেই আসছেন না। পরিবেশ ঠিক রাখতে বলা হলে তারা অমুক ভাইয়ের অনুসারী, তমুকের ছোট ভাই বলে পরিচয় দেন।’

এই স্বেচ্ছাসেবী আরও বলেন, ‘শ্রদ্ধা জানাতে এসে অনেকেই বেদী ছাড়তে চান না। কারণ সেলফি তোলা। একাধিক ছবি তোলার প্রবণতা।’

হাতাহাতি ধাক্কাধাক্কির বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় ঢাকা মেইলকে বলেন, ‘সংকুচিত জায়গায় আজকে জনসমাগম হয়েছে অনেক। সেজন্য একটু ধাক্কাধাক্কি হয়েছে।’

ডিএইচডি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর