শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

অধিক বেতনের প্রলোভনে সৌদি পাঠিয়ে নির্যাতন, অবশেষে ২ নারী উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

অধিক বেতনের প্রলোভনে সৌদি পাঠিয়ে নির্যাতন, অবশেষে ২ নারী উদ্ধার
প্রতীকী ছবি

অধিক বেতন আর হজের ‍সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নারীকে সৌদি আরবে পাঠিয়েছিল কনকর্ড এ্যাপেক্স রিক্রুটিং এজেন্সি। কিন্তু সেখানে নিয়ে ভালো বেতন না দিয়ে তাদেরকে আটকে রেখে চালানো হয়েছিল অকথ্য নির্যাতন। নির্যাতিতারা সেখান থেকে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। পরে তাদেরকে সেভ হোমে রাখা হয়। এ ঘটনায় ফিরোজা ও শরিফা নামে দুই নারীকে উদ্ধারের পর দেশে পাঠানো হয়েছে। 

শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে নয়টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।


বিজ্ঞাপন


মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।

তিনি জানান, এজেন্সটি বৈধ রিক্রুটিং ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে এমন কাজ করে আসছিল। তারা অধিক বেতন, হজ করানোসহ বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সৌদি আরবে পাঠাতো। এরপর গৃহকর্মীর কাজে বাধ্য করত। কাজ করতে না চাইলে অকথ্য নির্যাতন চালানো হতো। 

মির্জা শাহেদ আরও জানান, এর আগে গত ৭ আগস্ট রাজধানীর পল্টন থেকে কনকর্ড এ্যাপেক্স রিক্রুটিং এজেন্সির এমডি আবুল হোসেন (৫৪) ও তার সহযোগী আলেয়া বেগমকে (৫০) গ্রেফতার করা হয়। এসময় ৩ জন নারী ভুক্তভোগীকে উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় শরীফার স্বামী বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেছেন। 


বিজ্ঞাপন


এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর