শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

পোল্ট্রি ফিডের বস্তায় মিলল ২৪২ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

পোল্ট্রি ফিডের বস্তায় মিলল ২৪২ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ২

র‌্যাবের তল্লাশি অভিযান চলছিল। একটি প্রাইভেট কার দেখে সেটি থামানো হয়। পরে গাড়িতে পোল্ট্রি ফিডের বস্তা দেখে সন্দেহ জাগে। সেটির মুখ খুললে অবাক হয়ে যান র‌্যাব সদস্যরা। দেখতে পান সুকৌশলে বস্তায় নেওয়া হয়েছে ২৪২ বোতল ফেন্সিডিল। 

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার একটি সড়কে এমন ঘটনা ঘটে। এসময় চালক ও গাড়িতে থাকা আরেকজনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- কামরুজ্জামান (৩৩) ও ইসলাম (৩২)। 


বিজ্ঞাপন


এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড এবং নগদ ৪ হাজার ৬০০ টাকা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

শনিবার (১৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর পরিচালক (মিডিয়া) এসপি বীণা রানী দাস।

তিনি জানান, মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান কুমিল্লা থেকে ক্রয় করে প্রাইভেটকার যোগে ঢাকার অভিমুখে আসছে। এমন সংবাদে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেট কার দেখে সন্দেহ হলে সেটি তল্লাশি করা হয়। পরে দেখা যায়, সেটার ভেতরে একটি পোল্ট্রি ফিডের বস্তায় ২৪২ বোতল ফেন্সিডিল রাখা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। 

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন দিন থেকে এভাবে মাদক আনছিল তারা। পরে এসব মাদক সুযোগ বুঝে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিতো।


বিজ্ঞাপন


এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর